চকরিয়া টাইমস :
স্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ক্যান্সার ব্যতিত সবধরনের রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী তৈরি আরগন ফার্মাসিউটিক্যালসের চকরিয়ায় সেবা কেন্দ্র “আল-আকসা মেডিকেল সেন্টার’র শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ভারঙ্গারমুখস্থ আবদুল হাফেজ মেম্বারের মার্কেটে এ শাখাটির উদ্বোধন করেন আরগন ফার্মাসিউটিক্যালস কোম্পানির জেনারেল ম্যানেজার মামুনুর রশিদ ও এক্সিকিউটিভ ডিরেক্টর মো. খাদেমুল ইসলাম।
এসময় আল-আকসা মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা: আমিনুল ইসলাম, কোম্পানির ডেপুটি সেলস ম্যানেজার তৌহিদুল ইসলাম ও প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী (ইএসপি ওনার) মোহাম্মদ আলমগীরসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সার্বিক সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুল হামিদ নূরী।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল কাশেমের মালিকানাধীন এইচ.এম কাশেম মেডিকো নামে উদ্বোধন হতে যাচ্ছে লক্ষ্যারচরের সিকলঘাট স্টেশনস্থ আরগন ফার্মাসিউটিক্যালসের নতুন সেবা কেন্দ্র।
উল্লেখ্য, আল-আকসা মেডিকেল সেন্টারে প্রতি সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগি দেখবেন প্রতিষ্ঠানের নিজস্ব মেডিকেল অফিসার।
0 comments: