চকরিয়া টাইমস :
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নরেশ রুদ্র টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, সহকারী প্রধান শিক্ষক এ.বি.এম দিদারুল ইসলাম, সিনিয়র শিক্ষক ছলিম উল্লাহ, খোরশেদ আলম, হোসাইন মুহাম্মদ কাউসার, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মো. রেজাউল করিমসহ মাধ্যমিক ও প্রাথমিক শাখার বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে ও চকরিয়া কেন্দ্রীয় বিদ্যালয়ের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন। এরআগে অতিথিবৃন্দ হাউসভিত্তিক শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় হাতের তৈরি পিঠা-পুলিসহ বিভিন্ন প্রদর্শণী পরিদর্শন করেন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
0 comments: