শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া:
চকরিয়া পৌরসভা মগবাজার পূর্বপার্শ্বে পূর্ব কাহারিয়াঘোনা মৌলভী আবুল হোছাইনপাড়া হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র আজিমুশান ২৫ তম ঈদে মিলাদুন্নবী (সঃ) মৌলভীপাড়া এলাকার স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খামারপাড়া জামে মসজিদের খতিব ও ফাঁসিয়াখালী রাজারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শমসের আহমদের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করেন আঞ্জুমানে রজবীয়া নুরীয়া ট্রাষ্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল কাশেম নূরী।
উক্ত মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদ উদ্দিন এবং চকোরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজি।
পবিত্র ঈদে মিলাদ মাহফিলে বিশেষ বক্তার আলোচনা রাখেন বাকলিয়া আহম্মদিয়া করিমিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুন নূর, হারবাং শাহ সূফী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুফতি মহি উদ্দিন, চন্দনাইশ জাফরাবাদ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের, মগবাজার শাহ জোহাদিয়া সুন্নিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন চন্দনাইশ ইমাম হাশেমি সুন্নিয়া মাদরাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, বিনামারা মসজিদুন নূরাঈন জামে মসজিদের খতিব ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জাফর আলম হামেদি, বিনামারা পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মুহাম্মদ এহসানুল হক সাঈদী, মগবাজার ষ্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন ও চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার মেধাবী ছাত্র মাওলানা মুহাম্মদ শেফায়েত হোসেন।
এসময় চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মুহাম্মদ আব্দুস সালামসহ মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ইসলামি সংগীত পরিবেশন করেন মদিনার সুর ইসলামি সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা।
0 comments: