চকরিয়া টাইমস:
দক্ষিণ চট্টগ্রামের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে পাঁচ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) একাধিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শান্তির পায়রা কবুতর উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আখেরের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুল কাদের ও সিনিয়র শিক্ষক মো. আনসারুল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হাজী বশিরুল আলমসহ পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হাউসভিত্তিক উদ্ভাবনী প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
0 comments: