নতুন কমিটি ঘোষণা, ঐক্যবদ্ধ হয়ে কাজের প্রতিশ্রুতি: মাহবুবুর রহমান

সোহাইল আহমেদ, স্টাফ রিপোর্টার: 

ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ‌ করে মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন অধ‌্যাপক মাহবুবুর রহমান

বৃহস্পতিবার  (২৭ ফেব্রুয়ারি) সকা‌লে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উদ্যোগে  মাওলাগঞ্জ বাজার অ‌ডি‌টোরিয়ামে এক জনসভায়  তিনি এ কথা বলেন। মাও‌লানা জুবা‌য়ের আহ‌মে‌দ ও মাওলানা নুরুদ্দি‌নের সঞ্চলনায় সভাপতিত্বে ক‌রেন মোহম্মদ শামসুল হক (সুমন)

মাহবুবুর রহমান ব‌লেন, ‘ছাত্র তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। মতপার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।’

তিনি আরও ব‌লেন আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। যেখানে জুলুম, দুর্নীতি, অন্যায় থাকবে না। থাকবে শান্তি, সমৃদ্ধি, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ এবং সাম্য। সেই রাষ্ট্র হবে ইসলামি মূল্যবোধের রাষ্ট্র। এ জন্য আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস নিয়েছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য এই প্রয়াস ইনশা আল্লাহ সফল হবে

সভায় প্রধান বক্তা হি‌সা‌বে উপ‌স্থিত ছি‌লেন অধ‌্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গাজী নিয়াজুল ক‌রীম, মুফ‌তি মাসুম বিল্লাহ, মাওলানা জা‌কির হোসাইন,হা‌ফেজ কারী মোহাম্মদ আলী, মুফ‌তি সাইদুর ইসলাম আল মাদানী, মাওলানা জ‌মির হোসাইন সি‌দ্দিকী, আলমগীর হোসাইন (বাদল), মুফ‌তি মাসুম বিল্লাহ ফরিদী আরও উপ‌স্থিত‌ ছি‌লেন হা‌ফেজ আশ্রাফ আলী, মুফ‌তি শেখ সাদী বিন আব্দুল মজীদ, মুফ‌তি মোবারক উল্লাহ সিরাজী, শ‌ফিক মিয়া প্রমূখ। 

প‌রে স‌ম্মেলন শে‌ষে দুই (২০২৫-২৬) বছ‌র মেয়াদী নতুন ক‌মি‌টি গঠন করা হয় সভাপ‌তি মো: শামসুল হক সুমন, সহসভাপ‌তি মো: জুবা‌য়ের আহ‌মেদ, সহসভাপ‌তি মুফ‌তি সাইদুল ইসলাম, সে‌ক্রেটা‌রি মওলানা জা‌কির হোসাইন, সাংগঠ‌নিক সম্পাদক মাওলানা নুরু‌দ্দিন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: