চকরিয়া টাইমস :
চকরিয়া পৌরসভার ৭নংওয়ার্ড বিনামারা গ্রামের বাসিন্দা কাহারিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ফয়েজ আহমদের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল দশটায় পৌরসভার মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত জানাযার ইমামতি করেন বিনামারা মসজিদুন নূরাঈন জামে মসজিদের খতিব মাওলানা জাফর আলম হামেদী।
জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের প্রতিবেশি চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম গিয়াস উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম সাহাবউদ্দিন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ফখরউদ্দিন ফরায়েজী, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন, মরহুমের সহকর্মী অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুকুন উদ্দিন ও মরহুমের বড় ছেলে ফরহাদুল ইসলাম মুকুল।
এসময় চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মো. সালাহউদ্দিন খালেদ, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি তরুণ সমাজসেবক মাওলানা হাফেজ এহসানুল হক ও মরহুমের ছোট ছেলে বোরহান উদ্দিন রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের নিজগ্রামের বাড়ি সংলগ্ন কবরস্থানে লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন মাস্টার ফয়েজ আহমদ (৬৯)। তিনি সংসার জীবনে ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে সংশ্লিষ্ট এলাকার সর্বমহলে পরিচিত ছিলেন।
0 comments: