সভাপতি এডভোকেট শহিদ উল্লাহ : সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন-২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নুরুল হুদা।
এতে সভাপতি নির্বাচিত হন এডভোকেট এইচ.এম শহিদ উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন এডভোকেট সাইদুর রহমান জিকু।
এছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন; সহ-সভাপতি পদে এডভোকেট নুরুল আলম মিয়াজী (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), এডভোকেট মোকাম্মেল হক মানিক (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), সহ-সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), জেলা প্রতিনিধি এডভোকেট আবু হুজাইব (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), পাঠাগার সম্পাদক এডভোকেট মোহাম্মদ আইয়ুব (ভোটে), আপ্যায়ন সম্পাদক এডভোকেট আবছার উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), সিনিয়র সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), এডভোকেট শাহরিয়ার ফয়সাল (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), ও জুনিয়র সদস্য এডভোকেট ডলি সিদ্দিকী (ভোটে)।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট ফয়জুল কবির ও এডভোকেট ও.কে.এম শেখ সাদী।
0 comments: