জামাতার ছুরিকাঘাতে নিহত সাংবাদিক কন্যার জানাযায় হাজারো মানুষের ঢল

চকরিয়া টাইমস : 

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ভাঙ্গারমুখস্থ নূরানি কাফেলার সহ-সভাপতি সাংবাদিক আবদুল হামিদের কন্যা উম্মে হাফসা তুহি (১৮) এর নামাযে জানাযা শোকাহত মানুষের ঢল নামে। 

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদরাসাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন দেশ বরেণ্য আলেমেদ্বীন মাওলানা আবুল কালাম আযাদ আযাহারী।

জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির ও নিহতের পিতা সাংবাদিক আবদুল হামিদ প্রমুখ। 

এসময় জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, জামায়াত নেতা সৈয়দ মুহাম্মদ রাসেল, স্থানীয় ওয়ার্ড আমীর মো. এহসানুল হক, পৌর কাউন্সিলর বেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। 

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ জানুয়ারি) শ্বশুরবাড়িতে পুরুষ শূণ্যতার সুযোগ নিয়ে সম্প্রতি একটি পারিবারিক মনোমালিন্যকে কেন্দ্র করে নিজ স্ত্রী উম্মে হাফসা তুহিকে উপর্যোপরী ছুরিকাঘাতে হত্যা করে পাষণ্ড স্বামী মেহেদী হাসান। ঘটনার পর থেকে এলাকাসহ পৌরশহরের থমথমে পরিস্থিতি বিরাজ করলে পরিবার ও এলাকাবাসীর চাপের মুখে খুনিকে আটক করতে হন্যে হয়ে অভিযান পরিচালনা করে চকরিয়া থানা পুলিশ। ওইদিন সন্ধ্যায় লামার ইয়াংছা এলাকা থেকে পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি ও মাথায় শীতের টুপি পরিহিত অবস্থায় লামা পুলিশের সহেযাগিতায় খুনি মেহেদী হাসানকে চকরিয়া থানা পুলিশ আটক করতে সক্ষম হয়। একই ঘটনায় জামাতার ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত তুহির মা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক কন্যা হতকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার খুনি মেহেদী হাসানসহ ৫জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: