চকরিয়া টাইমস :
চকরিয়ার দক্ষিণ পালাকাটাস্থ পালাকাটা আন-নূর ইসলামিয়া মাদরাসায় নতুন বছরের নতুন বই বিতরণ অনুষ্ঠান, উদ্বোধনী ক্লাস ও এলাকাবাসীর ইছালে সাওয়াব উপলক্ষে দোয়া মাহফিল সোমবার (৬জানুয়ারি) সকাল ১০টায় মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এসময় পালাকাটা দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ নুরুল হোছাইন, টেকনাফ রঙ্গিনখালী ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, ঈদগাঁহ চৌফলদন্ডী নতুন মহল রাহমানিয়া মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি মহিউদ্দিন পুতু, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও মৌলভীরকুম বাজারের ব্যবসায়ী মুহাম্মদ আনোয়ার হোছাইন, চিরিঙ্গা ইউনিয়ন পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল ওমর, মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ জাহেদ উল্লাহ আল আজাদীসহ অভিভাবক ও অভিভাবিকাবৃন্দগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আ.ক.ম ছাদেক। পরে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়ে ক্লাস উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
0 comments: