সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন প্রবর্তন করুন : মুহাম্মদ শাহজাহান

টেকনাফ পৌর জামায়াতের কর্মী সম্মেলন  

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ গড়তে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে আয়োজন করতে হবে। পুরাতন ব্যবস্থায় নির্বাচন হলে বাংলাদেশ থেকে বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাস, ভোট ডাকাতি ও কালো টাকার প্রভাব ঠেকানো যাবে না। তিনি সরকারকে একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা প্রণয়নের দাবি জানান। 

তিনি বলেন, বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী ফ্যাসিবাদ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আমাদেরকে পরাধীন করার চক্রান্তে মেতে উঠেছিল। তরুণ প্রজন্ম সেটা বুঝতে পেরে নিজেদের অধিকার আদায় করতে গিয়ে তারা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে। আমরা রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। শুধুমাত্র চাকরির ক্ষেত্রে বৈষম্য নয়, আমরা চাই সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে বৈষম্য দূর হোক।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের কোথাও মানবাধিকার বলতে কিছুই ছিল না। গুম- খুন, দমন-পীড়ন চালিয়ে বাকশালী শাসন ব্যবস্থা চালু করেছিল। যুদ্ধাপরাধের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে তারা বাংলাদেশ থেকে মূলধারার ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করার চক্রান্ত করেছিল। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় জামায়াতকে নিষিদ্ধ করার কয়েকদিনের মাথায় আ’লীগ শুধু নিষিদ্ধই নয়; জনরোষের ভয়ে দলীয় প্রধান থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতারাও দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। যেটা আ’লীগের অপরাজনীতির ফল হিসেবে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে। তিনি সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান। 

শনিবার (১১ জানুয়ারি) টেকনাফ পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন পুরাতন বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন।  

টেকনাফ পৌরসভা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ রফিক উল্লাহ, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাইল, টেকনাফ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ ও সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা সরোয়ার কামাল সিকদার। 

এছাড়া বক্তব্য রাখেন জামায়াতের হোয়াইক্যং ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ ইবরাহিম, হ্নীলা ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবদুস সোবহান, বাহারছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, সদর সভাপতি মাওলানা নাসির উদ্দিন, সাবরাং ইউনিয়ন সভাপতি শাহ মোহাম্মদ জুবায়ের, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহ আলম, টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক রহমান বেলালী, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি জায়নত উল্লাহ, পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি মুহাম্মদ আইয়ুব, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবদুল আমিন, জামায়াত নেতা খোরশেদ আলম দিদার, শহিদুল ইসলাম মেম্বার, মুহাম্মদ সেলিম সিআইপি, বদিউল আলম প্রমুখ। এসময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলনে আলোচনার ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মমতাজুল ইসলাম মনুসহ টেকনাফের শৈবাল শিল্পী গোষ্ঠীর সদস্যরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: