চকরিয়া উপজেলাধীন বিএমচর ইউনিয়নের রাবেতাতুল উলামা ওয়াত-ত্বলাবার পক্ষ ২০২৫সালের বার্ষিক ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ শনিবার (৪জানুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মাহমুদুল হাসান চকরিয়া শাহ আমানত হজ্ব কাফেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শাখা ব্যবস্থাপক মাওলানা আবদুর রউফ মনছুরের হাতে এ ক্যালেন্ডার তুলে দেন। এসময় প্রতিষ্ঠানের অন্যান্য স্টাফদের মাঝেও সংগঠনের এ ক্যালেন্ডার বিতরণ করা হয়।
ক্যালেন্ডার বিতরণকালে চকরিয়া শাহ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জিয়াউল হকের সার্বিক সফলতা এবং প্রতিষ্ঠানে সমৃদ্ধি কামনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মাহমুদুল হাসান।
তিনি জানান, রাবেতাতুল উলামা ওয়াত-ত্বলাবা একটি অরাজনৈতিক সামাজিক উন্নয়নমূলক ধর্মীয় সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে গরীব মিসকিন অসহায় দরিদ্র ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি এ সংগঠন এলাকার অসহায় মানুষের পাশে বিভিন্ন সংকটময় সময়ে এবং মৌসুম কেন্দ্রিক মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করবে ইনশা’আল্লাহ।
তন্মধ্যে উল্লেখযোগ্য, পবিত্র মাহে রমযানে ইফতার সামগ্রি বিতরণ করা হবে। তাছাড়া সমাজ সংস্কারের লক্ষ্যে আলহামদুলিল্লাহ; এ সংগঠন বিভিন্ন দ্বীনি মাহফিল ও ইসলামিক বিভিন্ন দ্বীনি কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। অতএব আমি সংগঠনের ভবিষ্যত সফলতা ও অগ্রযাত্রায় সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।
0 comments: