চকরিয়া টাইমস :
কক্সবাজারের পেকুয়ায় "পেকুয়া প্রেসক্লাব" কার্যালয় পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন কক্সবাজার প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
রোববার ৫ জানুয়ারি রাত আটটার দিকে পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।
এতে কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক শামসুল হক শারেক, সিবিএন এর কক্সবাজার ব্যুরোচীফ ইমাম খাইর, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম হেলালি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আনছার হোসেন উপস্থিত ছিলেন।
পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পাক্ষিক পেকুয়ার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নেতা ছফওয়ানুল করিম উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে উত্তরোত্তর সফলতা কামনা করেন।
পরিদর্শনকালে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অধিকার নিশ্চিত করতে হবে। সংবাদমূল্য আছে প্রকাশোপযোগী কোনো জন গুরুত্বপূর্ণ তথ্যকে হত্যা করা যাবে না এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনগণের জানার অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আবদুল্লাহ আনসারী, সাংবাদিক এফ এম সুমন, সাংবাদিক এম গোলাম রহমান, সাংবাদিক এইচ এম শহিদ, সাংবাদিক মোহাম্মদ ইউনুছ, সাংবাদিক আমিনুল ইসলাম বাহার ও তৌহিদুল ইসলাম।
0 comments: