নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া উপজেলার মাতামুহুরী ব্রীজের পূর্বপাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লাগোয়া জিদ্দাবাজারস্থ কম খরচে উন্নত চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে এভারগ্রীন হাসপাতাল।
শুক্রবার (৩জানুয়ারি) বিকাল ৩টায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া থানার ওসি মো: মনজুর কাদের ভুঁইয়া।
পরে উদ্বোধন উপলক্ষে হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে এভারগ্রীন হাসপাতালের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া, কক্সবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আমিরুজ্জামান, সাবেক মেম্বার মোকতার আহমদ, এভারগ্রীন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তুহিন, সৌদি প্রবাসী ফোরামের সভাপতি বেলাল উদ্দিন প্রমুখ।
পরে প্রতিষ্ঠানের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আমিরুজ্জামান,
0 comments: