চকরিয়া ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলামের সহধর্মীনির জানাযা ও দাফন সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলামের সহধর্মীনি ভরামুহুরী নিবাসী মরহুম এডভোকেট মির্জা এম. সিরাজদৌলার মেয়ে মোছাম্মৎ তামান্না ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান জন্মদিতে গিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংসার জীবনে তিনি দুইদিনের শিশু ছেলেসহ দুই সন্তানের জননী। 

একইদিন রাত সোয়া আটটায় চকরিয়া পৌরসভার বিনামারাস্থ মসজিদুন নূরাঈন জামে মসজিদ মিলনায়তনে মরহুমারা নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী। 

জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেলা শ্রমিক কল্যাণের সভাপতি শামসুল আলম বাহাদুর। এসময় জামায়াত নেতা ডাঃ রুকুন উদ্দিন, এস.এম আলী জিন্নাহ, সৈয়দ মুহাম্মদ রাসেল, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মো. ইজ্জতুল আনোয়ার রুমেল, চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি শওকত আলম, পেশাজীবী সভাপতি আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভা জামায়াতের ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আজিজ, ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল হোছাইন, ৬নং ওয়ার্ড সভাপতি ডাঃ জামাল উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি মো. আরিফ উদ্দিন, ৬নং ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুর রহমানসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমার মৃতদেহ মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। 

এদিকে জামায়াত নেতা তৌহিদুল ইসলামের সহধর্মীনির মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। তিনি মরহুমার রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: