শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই

কক্সবাজার ১নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন

নিউজ ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন রোববার (৫ জানুয়ারী) রাত ৮টায় বীচ ইসলামিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড সভাপতি আতাউর রহমান কায়সারের সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি নুরুল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবহন ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক এম.ইউ বাহাদুর, শহর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাসুম, অফিস সম্পাদক আমীর আহমেদ, উপদেষ্টা মাওলানা ফোরকান আহমেদ, শ্রমিক নেতা আবদুর রহিম, খায়রুল বশর।
এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক গোলাম মোস্তফা, মহি উদ্দিন বাবু, কলিম উল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম বাহাদুর বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম হলেই শ্রমজীবী সহ সকল মানুষের অধিকার ফিরে পাবে। তাই আসুন আল্লাহ আইন ও সত্য লোকের শাসন তথা ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনকে আরো ত্বরান্বিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সমবেত হই।
সম্মেলন শেষে ২০২৫-২০২৬ সেশনের জন্য আতাউর রহমান কায়সারকে সভাপতি, নুরুল হোসেনকে কার্যকরী সভাপতি ও গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: