চকরিয়া টাইমস :
চকরিয়া উপজেলা লক্ষ্যারচর আবাসিক ক্রীড়া সংর্ঘের উদ্যোগে আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার (৫জানুয়ারি) বিকাল ৩টায় স্থানীয় শিকদারপাড়া মাঠে সম্পন্ন হয়েছে।
এতে টিম টাইগার্সকে হারিয়ে মধ্যম চকরিয়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি চকরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এনামুল হক।
এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, পৌর বিএনপি নেতা এম. মোবারক আলী, কাকারা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শোয়াইবুল ইসলাম এম.এ উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক বেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রদল নেতা সরওয়ার আলম। এসময় স্থানীয় গণ্যমান্য ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিরা খেলায় বিজয়ী ও বিজিতদলের দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: