চকরিয়ায় সড়ক উপ-বিভাগীয় কার্যালয় শ্রমিক কর্মচারীদের ইছালে সাওয়াব মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে কর্তব্যরত অবস্থায় ও অবসরকালীন মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে ৭ম পবিত্র ইছালে সাওয়াব মাহফিল শনিবার (১১জানুয়ারি) সড়ক ও জনপথ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

কক্সবাজার জেলা সড়ক ও জনপথ বিভাগ কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইবরাহিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিশাল ইছালে সাওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মুহাম্মদ রেজাউল করীম। 

এতে অধিবেশনভিত্তিক আলোচনা পেশ করেন শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ (লোহাগাড়া), মাওলানা মুফতি আবু হানিফা মুহাম্মদ নোমান (চট্টগ্রাম), মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন এম.এ (চকরিয়া), মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন হেলালী (চকরিয়া), মাওলানা মুহাম্মদ আশরাফুল মোস্তফা বিন নূরী (সাহারবিল), আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী খাঁন (কাকারা) ও মাওলানা হাফেজ মুহাম্মদ সাইফুল আলম (স্টেশনপাড়া)। 

এসময় কর্তব্যরত অবস্থায় ও অবসরকালীন মৃত্যুবরণকারী পরিবারবর্গের পক্ষে মোহাম্মদ ইমরানুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: