ছাত্রশিবিরকে নেতৃত্ব উপযোগী সক্ষমতা অর্জন করতে হবে : সেক্রেটারি জেনারেল এন.আই সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিশ্বব্যাপী ইসলামের পুনর্জাগরণ শুরু হয়েছে। ইউরোপ- আমেরিকায় সবচেয়ে বেশি বর্ধমান ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম মানবতার মুক্তির শেষ ঠিকানা। ইসলামী সভ্যতার পুনঃ জন্ম অশান্ত বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট। তাই ছাত্রশিবিরের জনশক্তি কে ইসলামী পুনর্জাগরণ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।

তিনি বলেন, শিক্ষাঙ্গন কে সন্ত্রাস ও লেজুড়বৃত্তির পরিবর্তে জ্ঞান চর্চা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদের থাবায় ক্ষতিগ্রস্ত শিক্ষা পদ্ধতি ও শিক্ষাঙ্গন কে স্ব মহিমায় ফিরিয়ে আনতে হবে। ইসলামী নীতি আদর্শ অনুসরণ ও অনুকরণে নিজেদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য নিজেদেরকে সকল কিছুর উর্ধ্বে উঠে সেবার মানসিকতা তৈরি করে উন্নত ও মর্যাদাশালী জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

জেলা সভাপতি মুসা ইবনে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল উপরোক্ত কথাগুলো বলেন।

শহর সেক্রেটারি আবদুর রহিম নূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম হারুন, সাবেক জেলা সভাপতি দরবেশ আলী মু. আরমান, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কামরুল হাসান, সরওয়ার কামাল সিকদার, আজিজুর রহমান, সাবেক শহর সভাপতি জাহাঙ্গীর আলম, রাশেদুল হক ও আলী হোসাইন।

সমাবেশে ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল ২০২৫ সালের জন্য কক্সবাজার জেলা সভাপতি হিসেবে আবদুর রহিম নূরীকে মনোনীত করেন। মনোনীত সভাপতি সদস্যদের পরামর্শক্রমে মীর মোহাম্মদ আবু তালহাকে পুনরায় জেলা সেক্রেটারি করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: