শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের আয়োজনে চকরিয়া আবাসিক মহিলা কলেজে এইচএসসি-২০২৪ইং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে অধ্যাপক মুহাম্মদ শওকত আলীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মানিবক বিভাগের ছাত্রী মোছাম্মৎ আয়াতুল কুরসী।
কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজি। অনুষ্ঠানে চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ জুবাইদুল হকের সভাপতিত্বে প্রধান মেহমানের বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের সহকারী অধ্যক্ষ মুহাম্মদ রায়হান আযাদ।
এতে বক্তব্য রাখেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের গর্ভনিং বডির সদস্য মুহাম্মদ শেফায়েত হোসেন আরফাত, কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি কলেজের ডাইরেক্টর মুহাম্মদ দরবেশ আলী আরমান, সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ জাহাঙ্গীর সেলিম, চকরিয়া আবাসিক মহিলা কলেজের বাংলা প্রভাষক মুহাম্মদ সায়েম রেজা মুনির, দর্শন বিভাগের প্রভাষক মুহাম্মদ জয়নাল আবেদীন ও রাষ্ট্র বিভাগের বিজ্ঞান মোছাম্মৎ বুলবুল জান্নাত।
এসময় অতিথিবৃন্দ, চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ২০২৫সালের ক্যালেন্ডার ও নাস্তা বিতরণ করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ কর্তৃপক্ষ।
0 comments: