চকরিয়া টাইমস :
বাংলাদেশ জামায়াতে ইসলামী হারবাং ইউনিয়ন ২নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (৩ জানুয়ারি) এশার নামাজের পর হারবাং মধ্যম নোনাছড়ি হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) একাডেমির মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চকরিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমেদ ও নায়েবে আমীর মুহাম্মদ জুনায়েদ সিকদার।
এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুল আহমদ, ডা. আজাদুল ইসলাম, ডা. জসিম উদ্দিন, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি এনায়েত কবির প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে আগামী ২০২৫-২৬ দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুর রহিমকে সভাপতি, মোবারক আলীকে সেক্রেটারি এবং আব্দুল হালিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
0 comments: