চকরিয়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রাম রাইজিংয়ের অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম বিভাগের ব্যানারে চকরিয়ায় এক মতবিনিময় সভা উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জুলাই বিপ্লবে নিহত শহিদ ওয়াসিমের পিতা শফি আলমের সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি খাইরুল ইসলাম ইমরুলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মেজবাহ উদ্দিন।

এতে  প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস.এম সুজা উদ্দিন। তিনি বলেন, "মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করাই বে অব বেঙ্গল বেসিনে জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক লক্ষ্য। প্রতিটি শ্রমিক, কৃষক, মজুর যেনো স্বীয় পরিচয়ে তার মৌলিক অধিকার পায়। জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যারা আসবেন তারা যিনি ১নাম্বারে থাকা ব্যক্তি যেমন; ১০০নাম্বারে থাকা ব্যক্তির মর্যাদাও তেমন। এখানে কোনো বৈষম্য রাখতে চাই না। ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের মর্যাদাকে সমুন্নত রাখতে সংবিধানের পরিবর্তন চায়। এটাই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি"। সবমিলিয়ে অধিকার প্রতিষ্ঠায় পরিবর্তনের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে কাজ করতে চায় জাতীয় নাগরিক কমিটি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জানাকের কক্সবাজার সদর প্রতিনিধি সদস্য শহিদ আহসান হাবিবের মা হাসিনা বেগম। তিনি- খুনীদের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকারের প্রতি জোর আহবান জানান। 

সভায় অন্যান্য বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন জানাকের কক্সবাজারের সংগঠক মুহাম্মদ ওমর ফারুক ও জেলা সংগঠক খালিদ বিন সাঈদ।

এছাড়া বক্তব্য রাখেন সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান, শামশুল আলম সাঈদী, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, বোরহান উদ্দীন, জেসমিন জান্নাত, আবদুল্লাহ আল ফাহিম, মুহাম্মদ রায়হান (শহিদ আহসান হাবিবের ভাই), ফখরুল ইসলাম আশিক, মুজাহিদুল ইসলাম, সাইফ উদ্দিন সোহাগ প্রমুখ। এসময় চকরিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাহাত্তরের কর্তৃত্ববাদী শাসন কাঠামো বাতিল না করে কোন সংস্কারই টেকসই হবে না। তাই মা, মাটি ও মানুষের মুক্তির কথা বলতে জাতীয় নাগরিক কমিটি দেশজুড়ে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: