চকরিয়া টাইমস :
চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশন ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সংগঠনের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাবেক সভাপতি রাইহানুল ইসলামের সঞ্চালনায় নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর মো. এহেসানুল হক।
এতে অতিথির বক্তব্য করেন চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি সহযোগী আইনজীবী এডভোকেট আহমদ মিরাজ ও ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন। এছাড়া ৯নং ওয়ার্ডের সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি শাওন কবির হ্যাভেন, ব্রাইট স্টার ফাউন্ডেশনের সভাপতি আরফাত উদ্দিন, তারুণ্যের আলো যুব সংগঠনের সভাপতি ওবায়দুল হক, সংগঠনের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আরমানুল ইসলাম, সাংগঠনিক তানজিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ প্রমুখ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ।পরে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদককে শৃঙ্খলার সাথে দীর্ঘসময় দায়িত্ব পালনসহ একজন প্রবাসীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
0 comments: