চকরিয়ায় বায়ুগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক :


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর চকরিয়ার আয়োজনে বায়ুগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা রোববার (১২ জানুয়ারি) উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে শুরু হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর চকরিয়ার কর্মকর্তা মোছাম্মৎ শামসুন্নাহারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন ও বায়ুগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের ইঞ্জিনিয়ার ফরহাদ হোসাইন।

এসময় উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজ আহমদ, চকরিয়া যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমসহ যুব উন্নয়ন অধিদপ্তর সংশ্লিষ্ট বিভিন্ন যুব সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট-৩য় পর্যায় (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় ৪০জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ করে। পাঁচ দিনব্যাপি এ কর্মশালা আগামী ১৬জানুয়ারি সফলভাবে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে শেষ হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: