শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। ইউনিয়ন সমাজকর্মী মো. হোবাইব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মো. তৈয়ব আলী। তিনি সভায় স্বাগত বক্তব্য রাখেন।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এসময় সিনিয়র ইউনিয়ন সমাজকর্মী মো. হুমায়ুন মির্জা, সাংবাদিক এ.কে.এম নাছির উদ্দিন, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অফিস সহকারী মাওলানা ক্বারী বদিউল আলম। অতিথিদের আলোচনা শেষে ১০জন বয়স্ক উপকারভোগির মাঝে বয়স্ক ভাতার বই এবং ১০জন প্রতিবন্ধীর মাঝে সুবর্ণ কার্ড প্রদান করা হয়।
এদিকে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ইয়ং পাওয়ার সোশ্যাল একটিভ ইপসা চকরিয়ার প্রজেক্ট অফিসার সাবেকুন্নাহার জেসমিন, প্রজেক্ট অফিসার মো. আসাদুজ্জামান আসাদ ও লিগ্যাল অফিসার এডভোকেট নুসরাত জাহানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
0 comments: