জামায়াতে ইসলামী দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির কাজ চালিয়ে যাচ্ছে : হামিদুর রহমান আযাদ

কুতুবদিয়ায় দায়িত্বশীল সমাবেশ 

নিজস্ব প্রতিদেবক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রয়োজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব। জামায়াতে ইসলামী সেই রকম নেতৃত্ব তৈরির জন্য কাজ চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে পনেরো বছর দেশে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব উঠতে দেয়নি। 

উল্টো দলবাজ, দুর্নীতিবাজ ও অদক্ষ লোক দিয়ে শাসন কার্য পরিচালনা করে দেশ কে চরম দুর্নীতি ও দুঃশাসনে নিপতিত করেছিল। যার ফলে বাংলাদেশ তার নিজস্ব পরিচয় হারিয়ে ভারতীয় কলোনিতে পরিণত হয়েছিল। আইনের শাসন ও মানবাধিকার ভূলুণ্ঠিত করে আ’লীগ চরম মানবতাবিরোধী অপরাধ করেছে। 

জনগণের ভোটাধিকার হাইজ্যাক করে দেশ কে এক ব্যক্তির ইচ্ছা পূরণের মেশিনে পরিণত করেছিল। এহেন পরিস্থিতি থেকে তরুণ সাহসী ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ তার নিজস্ব পরিচয় ফিরে পেতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বৈষম্য দূর করতে চায়। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারী মুক্ত বাংলাদেশ গড়তে চায়। এর জন্য প্রয়োজন জনগণের সমর্থন ও সহযোগিতা। তাই আগামীর কাংখিত ও জনকল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণে তিনি দেশবাসীকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

কুতুবদিয়ায় উপজেলা দক্ষিণ ধুরুং ইউনিয়ন শাখা আয়োজিত এক দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

ইউনিয়ন সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান ও জাকির হোসাইন, উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নুরুল আমিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: