চকরিয়ায় জামায়াতের বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় দিবসের র‌্যালী

চকরিয়া টাইমস :

চকরিয়া পৌরশহরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে ৫৪তম বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বিশাল বিজয় র‌্যালী বের করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর ব্যানারে অনুষ্ঠিত র‌্যালীটি পৌরশহরের জনতা শপিং সেন্টার চত্বর শুরু হয়।
র‌্যালীর অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী পদপ্রার্থী মো. আরিফুল কবির।

বর্ণাঢ্য এ র‌্যালী কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ প্রশাসনিক প্রধানসড়ক প্রদক্ষিণ করে মগবাজারস্থ কমিউনিটি সেন্টার মাঠে সমাবেশে মিলিত হয়।
চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. কুতুব উদ্দিন হেলালীর সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির।
এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা মো. ফখরুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবির চকরিয়া শহর শাখার সভাপতি ইব্রাহিম ছিদ্দিক ফারুক।
এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা উসমান গনি, মাওলানা জামাল হোসাইন নূরী, অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রাসেল, মানব সম্পদ বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাহফুজুল করিম, শ্রমিক নেতা শওকত আলম, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু নাঈম আজাদসহ কর্মপরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশাল বিজয় র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। দুঃখজনক হলেও সত্য যে, ৫ আগস্টের পরেও এখনও বৈষম্য নিয়ে কথা বলতে হয় । এসময় বক্তারা সিংড়িঘেরে দখলবাজী, সড়কে চাঁদাবাজিসহ সকল অপকর্মের তীব্র প্রতিবাদ জানান। প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তারে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হুঁশিয়ারি উচ্চারণ করে বৈষম্যমূলক আচরণ থেকে সরে আসার আহবান জানান। এ ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও নিরপেক্ষ আচরণ করার আহবান জানান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: