নিজস্ব প্রতিবেদক:
সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আন্তঃউপশাখা ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা মঙ্গলবার (১৭ডিসেম্বর) স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩নং ওয়ার্ড উনছিপ্রাং শাখাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ১নং ওয়ার্ড কাটাখালি শাখা।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
এসময় ছাত্রনেতা তায়েফুল ইসলাম শাওয়ালসহ স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: