পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার রাজাখালী এয়ারআলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রাত্যহিক সমাবেশ, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, দলীয় সঙ্গীত ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিম উদ্দিন ও ইমরানুল ইসলাম রাজুর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জাহেদ উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার আবু জাফর এম,এ।
অন্যান্যদের মধ্যে ছিলেন রাজাখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার শওকত আলম, সাবেক অভিভাবক সদস্য আবদুল মান্নান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াবুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল আলম, নুরুল আলম নুরী, মিনহাজ উদ্দিন, কৃষকদলের সভাপতি মো: আমিন উল্লাহ, ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন আরিয়ান, প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক সাইদুর রহমান রোমান, ছাত্রদলের আহবায়ক আনছার উল্লাহ, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী লুৎফর রহমান কাজল প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
0 comments: