কক্সবাজার ৫নং ওয়ার্ড জামায়াতের সহযোগি সম্মেলন
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের সহযোগি সদস্য সম্মেলন বৃহস্পতিবার (৫ডিসেম্বর) শহরের আলীরজাহাল সায়মা ওশান সিটি মার্কেট চত্বরে সম্পন্ন হয়েছে।
ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মোজাহেরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ফয়সাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি তার বক্তব্যে বলেন- একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠনকল্পে ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, সহকারী সেক্রেটারি সদর-রামু ও ঈদগাঁও আসনের সদস্য সদস্য পদপ্রার্থী সাবেক ককসু ভিপি শহিদুল আলম বাহাদুর, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, ৬নং ওয়ার্ড আমীর মুহাম্মদ সানাউল্লাহ, সাবেক ৫নং ওয়ার্ড আমীর জাহাঙ্গীর আলম, কক্সবাজার শহর ছাত্রশিবিরের সভাপতি আলী হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি সৈয়দ নূর হেলালী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ নুরুল আমিন সিকদার, কক্সবাজার সাংবাদিক ফেডারেশনের সভাপতি আলহাজ¦ রুহুল আমিন সিকদার, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল আলম সাঈদ, শ্রমিক নেতা মুহাম্মদ রিদওয়ানুর রহমান প্রমুখ।
0 comments: