নিজস্ব প্রতিবেদক :
এবি যুব পার্টি কক্সবাজার পৌরশাখার আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শহরের এক মিলনায়তনে যুব পার্টি কক্সবাজার পৌরশাখার এ মতবিনিময় সভায় বিভিন্ন পেশার অর্ধশতাধিক যুবক এবি পার্টিতে যোগদান করেন।
এবি যুব পার্টি কক্সবাজার পৌরশাখার সমন্বয়ক মো: নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুস্টিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের জেলা সদস্যসচিব এড. গোলাম ফারুক খান কায়সার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের জেলা যুগ্ম সদস্য সচিব যথাক্রমে সারওয়ার সাঈদ ও আবদুর রহমান। নতুন যোগদানকৃতদের নিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে এবি পার্টি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করে যাচ্ছে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রপক্ষের জেলা আহবায়ক আসিফ বাপ্পি, এবি যুব পার্টির ইকবাল হোসেন খোকা, রবিউল হাশেম রিপন, সায়েদ নূর, বেলাল উদ্দিন রুবেল, মোহাম্মদ তৈয়ব।
নতুন যোগদানকৃতদের মধ্যে বক্তব্য রাখেন ফারুক রুবেল, বাপ্পি বারুয়া, অবি, আব্দুল মালেক, আব্দুল রাশেদ, মাহির, রাব্বি, ইফতি আরফাত, আব্দুল হাশিম, শাওন, সোহেল, সুমন, আরমান, নিলয়।
0 comments: