নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া ক্বিরাত সংস্থার উদ্যোগে চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক।
এতে আন্তর্জাতিক ক্বারীদের মধ্যে কুরআনের সূরের মূর্চনায় মাঠ মাতিয়ে তোলেন ক্বারী আহমেদ বিন ইউসুফ আল-আজহারী (বাংলাদেশ), ক্বারী ইয়াসির শারকাওয়ী (মিসরের), ক্বারী হামিদ রেজা আহমদী ওয়াফা (ইরান), ক্বারী হাম্মাদ আনোয়ার নাফিসি (পাকিস্তান) ও ক্বারী ইলিয়ান আল-মিহয়াউঈ (মরক্কো)।
এছাড়া চকরিয়ার কৃতী সন্তান ক্বারী হিজবুল্লাহ আল মুজাহিদ ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিশু ক্বারী মুশফিকুর রহমানসহ স্থানীয় প্রসিদ্ধ ক্বারীগণ। চকরিয়ায় অনুষ্ঠিত বিশাল আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।
চকরিয়া আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রধান পরিচালক আবদুস শাকুরের সার্বিক তত্বাবধানে এবং চকরিয়া ক্বিরাত সংস্থার সভাপতি মোহাম্মদ নুরুন্নবীর সার্বিক নির্দেশনায় পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংস্থার সহ-সভাপতি আ.ফ.ম ইকবাল হাসান আনোয়ারী, সহ-সভাপতি হাফেজ এহসানুল হক, ভারপ্রাপ্ত সেক্রেটারি সাংবাদিক এইচ.এম রুহুল কাদের।
0 comments: