লামার ফাঁসিয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার পাশ্ববর্তী পার্বত্য ইউনিয়ন লামার ফাসিয়াখালী ইউনিয়ন দক্ষিণ জামায়াতের সহযোগি ও কর্মী সম্মেলন হায়দারনাশী গুলিস্থানবাজারস্থ আশরাফিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০নভেম্বর) ফাঁসিয়াখালী দক্ষিণ জামায়াতের সভাপতি মাওলানা জাকারিয়া হেলালীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর এস.এম আবদুচ সালাম আজাদ।
তিনি বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশকে সত্যিকারর্থে জুলাই বিপ্লবের চেতনায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। তাই একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে জামায়াত কর্মীদের ঐক্যবদ্ধভাবে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। প্রধান বক্তার আলোচনা পেশ করেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বান্দরবান জেলা পরিষদের নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা শ্রমিক কল্যাণের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, লামা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু মোনায়েম, সেক্রেটারি মোহাম্মদ শোয়াইব, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আমান উল্লাহ কুতুবী, লামা ফাঁসিয়াখালী ওলামা মাশায়েখ নেতা মাওলানা হোসাইন আহমদ, চকরিয়ার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা জমির উদ্দিন প্রমুখ।
0 comments: