নিজস্ব প্রতিবেদক :
কিশোরকন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা -২৪ এর কক্সবাজার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কক্সবাজার শহরে সম্পন্ন হয়েছে।
কিশোর কন্ঠ পড়বো, জীবনটাকে গড়বো” এই স্লোগান কে সামনে রেখে প্রতিষ্ঠিত হওয়া মাসিক কিশোর কন্ঠ পত্রিকার অগ্রযাত্রাকে গতিশীল করার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও কিশোর কন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় কক্সবাজার জেলার অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী ১০ জনকে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্টসহ পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোর কন্ঠ ফোরামের কেন্দ্রীয় অন্যতম উপদেষ্টা হাফেজ মিজবাহুল করিম। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চেয়ারম্যান আরিফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ পাঠক ফোরামের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ আবু তালহা, অন্যতম সদস্য সচিব তায়েফুল ইসলাম শাওয়ালসহ অন্যান্য সম্পাদকবৃন্দ।
অতিথিবৃন্দ আলোচনা শেষে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্টসহ বিভিন্ন পুরষ্কার তুলে দেন।
0 comments: