কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের রামু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২০) ডিসেম্বর চৌমুহনী উত্তর স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
রামু উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন শ্রমিক বান্ধব বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস.এম লুৎফুর রহমান, কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, রামু উপজেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, রামু শ্রমিক কল্যাণের উপদেষ্টা আবু নাঈম মুহাম্মদ হারুন, জেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান ও সাংগঠনিক সম্পাদক এম.ইউ বাহাদুর।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ চাকমারকুল সভাপতি সেলিম সরোয়ার, উপদেষ্টা খোরশেদ জুয়েল চৌধুরী, জোয়ারিয়ানালা সভাপতি রাশেদুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন সভাপতি আবুবকর সিদ্দিক প্রমুখ।
সম্মেলনে মোক্তার আহমদকে পুনরায় সভাপতি ও সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম বুলেটকে সাধারণ সম্পাদক করে রামু উপজেলা শ্রমিক কল্যাণের নতুন কমিটি ঘোষণা করা হয়।
0 comments: