নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড মাস্টারপাড়াস্থ হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা হেফজখানা ও এতিমখানার বার্ষিক কোরআন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক এম. তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও পরিচালক হাফেজ মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা সভাপতি চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান।
এতে বিশেষ অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ নুরী ও প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদের ছিদ্দিক।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিচারকের দ্বায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিনিয়র সাংবাদিক শাহজালাল শাহেদ, হাফেজ মাওলানা শোয়াইবুল ইসলাম, শিল্পী সাইফুল ইসলাম, হেফজখানার শিক্ষিকা হাফেজা আফিয়া সুলতানা ও হাফেজা নাসিমা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগি সাবেক পৌর প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান বলেন, দ্বীনি বাগানে গড়ে উঠা শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে কোরআন, ইসলামী সংগীতের মতো বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতার চর্চা করতে হবে। এতে শিক্ষার্থীরা সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ লাভ করে। তাই মেধা নির্ভর জাতি গঠনে ইসলামী সংস্কৃতির আলোকে সুস্থ প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই।
0 comments: