দেশের জনগণ দুর্নীতিবাজদের হাতে আর ক্ষমতা ছেড়ে দিবেনা : হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বৈষম্যহীন কাংখিত বাংলাদেশ বিনির্মাণে দেশের জনগণ আর কখনও দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা ছেড়ে দিবেনা। জনগণের সরকার গঠনের মাধ্যমে প্রত্যেক হত্যাকান্ডের বিচার করা হবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে বাংলাদেশেকে ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত করেছে তারা জাতির বীর মুক্তিযোদ্ধা হিসেবে আজীবন সম্মানের সাথে স্মরনীয় হয়ে থাকবে।

তিনি বলেন, ৫৩ বছর অতিবাহিত হওয়ার পরও সাম্য, সমতার সুফল পায়নি জনগণ। সংবিধানে বলা আছে আইনের দৃষ্টিতে সবাই সমান, অথচ নিরাপদে কেউ বসবাস করতে পারেনি, ব্যবসা বানিজ্য করেতে পারেনি, আইন করে একটি পরিবারের জন্য প্রটোকল দেওয়া হয়েছে নির্লজ্জভাবে,রাস্তা ঘাট,ইজারাদার দখল,হাট বাজার দখল,ভুমি অধিক গ্রহণের টাকা লুটপাট, এসব অপমান আ'লীগের নেতাকর্মীদের জন্য হয়েছে। বাংলাদেশের জনগণ এখন সজাগ এবং সতর্ক, এদেশের জনগণ আর কখনো দূর্নীতিবাজদের হাতে ক্ষমতা ছেড়ে দিবেনা, নেতৃত্ব নির্বাচনে ভুল করবেনা এদেশের জনগণ। ৮৫%সম্পদ গুটি কয়েক লোকের হাতে আর ১৫%সম্পদ দিয়ে সিংহভাগ মানুষ জীবন ধারণ করে, ৬০হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌছে দিতে সকলের ঐক্যের প্রাচীর গড়ে তুলতে হবে।

গতকাল মঙ্গলবার মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াতের উদ্যোগে মহেশখালী কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী ও সহযোগি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাস্টার শামীম ইকবালের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আব্দুর রহিমের সঞ্চালনায় বিশাল কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের নামে জাতীকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালিয়ে ১৫টি বছর,জোরজার মুল্লুক তার নীতিতে তারা নির্বাচন করেছে, তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিলনা,তারা জাতীর শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে ক্ষমতা স্থায়ী করতে চেয়েছিলেন।
১৫বছর যারা অন্যায়ভাবে জোরপূর্বক ক্ষমতা দখল করেছিল, বাংলাদেশে রাজনীতি করার নৈতিক কোন অধিকার রাখে না, ৫৭জন সেনা সদস্য হত্যা,২৮ অক্টোবর ট্রাজেডি,৫ই আগষ্ট আলেম হত্যার মাস্টার মাইন্ড, আগস্ট বিপ্লবে গণহত্যার জন্য দায়ী খুনি হাসিনার বিচার বাংলার মাটিতেই করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন আ'লীগের নেত্রী শেখ হাসিনাকে।

এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, মহেশখালী উপজেলা উত্তরের আমীর মাস্টার নজরুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, মহেশখালী দক্ষিণের নায়েবে আমীর আজিজুল হক, কুতুবদিয়া উপজেলা আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: