পেকুয়ার জনসমুদ্রে জাতীয় ঐক্যের আহবান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজাহারীর

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজারের পেকুয়ায় জনসমুদ্রে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজাহারী। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) পেকুয়া উপজেলার সাবেক নামে পরিচিত এলাকা সংলগ্ন উম্মুক্ত বিলে দিনব্যাপি তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। 

তরুণ সমাজসেবক স্মার্ট পানজাবি কোম্পানির চেয়ারম্যান নিয়ামত উল্লাহ নিজামীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত ইছালে সওয়াব ও তাফসির মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আলেমে ওলামাদের সম্মিলিত প্রচেষ্টায় এ ঐক্য গড়ে তোলার আহবান জানান তিনি। 

মাহফিল ঘিরে চতুরপাশের দুই কিলোমিটার এলাকা জুড়ে শুধু মানুষ আর মানুষ। ভিড় আর জন¯্রােত সামাল দিতে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয় মঞ্চের আশপাশে। 

মাহফিলে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী পেকুয়ার কৃতী সন্তান আলহাজ¦ সালাহউদ্দিন আহমদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। 

এসময় পেকুয়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ইমতিয়াহ উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এতে ড. মিজানুর রহমান ছাড়াও দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেন। উল্লেখ্য, দীর্ঘ ৫বছর পর ড. মিজানুর রহমান আজাহারী দেশের মাটিতে আলোচনা করবেন এমন খবরে কয়েকদিন আগে থেকেই অনলাইনভিত্তিক বিভিন্ন মাধ্যমের সহ¯্রাধিক মিডিয়া প্রতিনিধি সমবেত হয় মাহফিল স্থলে। 

দিনব্যাপি এ মাহফিল বাস্তবায়নে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পেকুয়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পেকুয়া থানা পুলিশসহ বিভিন্ন স্থরের আইন শৃংখলা বাহিনী দায়িত্ব পালন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন  বিশেষ দোয়া মুনাজাতের মধ্যদিয়ে বিশাল এ তাফসিরুল কুরআন মাহফিলের সমাপ্তি ঘটে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: