চাঁদপুরের হাইমচর উপজেলার কর্মী সম্মেলন
চকরিয়া টাইমস :বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, আদর্শের ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো আপোষ করেনি। জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা আদর্শের ভিত্তিতে বাংলাদেশে ইসলামী সমাজ কায়েম করবো ইনশাআল্লাহ।"
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, চাঁদপুর শহর আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান খান প্রমুখ।
মাওলানা আবদুল হালিম বলেন, "চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। এটি বন্ধ হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবেনা। ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। রাজনীতি এবং চাঁদাবাজি জীবিকা নির্বাহের জন্য হবে না। রাজনীতি হবে মানুষের মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য। জামায়াতে ইসলাম রাজনীতিকে মনে করে ইবাদত। মানুষের সেবা ও কল্যাণ করা হচ্ছে ইবাদত। মানুষ এখন জামায়াতে ইসলামীর আদর্শের দিকে তাকিয়ে আছে।"
তিনি বলেন, "জামায়াতে ইসলামীর প্রতি মানুষের অনেক প্রত্যাশা। তাদের এই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের সকলকে সংগঠনের দাওয়াত ও ইসলামের বানী পৌঁছে দিতে হবে।"
প্রধান অতিথি বলেন, "দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আসতেছে। তারা বিভিন্ন চেহারায় আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমি দৃঢ় কন্ঠে উচ্চারণ করতে চাই, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রতিবেশি আগ্রাসন শক্তি আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি দেশের স্বার্থে পতিত স্বৈরাচারি দল ছাড়া সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে।"
0 comments: