নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেকের সভাপতিত্বে মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক, কৈয়ারবিলের বিশিষ্ট সমাজসেবক রিয়ানুল হক রিয়ান, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ সাঈদী, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম. ওমর আলী, তরুণ সমাজসেবক মামুনুর রশিদ মামুন ও শাহ আমানত হজ্ব কাফেলা চকরিয়ার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জিয়াউল হক।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালনা মাওলানা আবদুর রউফ মনছুরের সার্বিক তত্ত্বাবধানে ও মোহাম্মদ মহসিন উদ্দিন মিঠুর সঞ্চালনায় বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিলে আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মো. হারুনুর রশিদ, মাওলানা কফিল উদ্দিন এম.এ, মাওলানা মুফতি মিজানুর রহমান বোখারী, মাওলানা হাফেজ মুহিউদ্দিন মাহবুব, মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।
এসময় মাদরাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাফেজ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে মাদরাসার সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে বার্ষিক সভা শেষ হয়।
0 comments: