দিঘিরপাড় হিলফুল ফুজুল ইসলামী যুব কাফেলার ২১তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড মাতামুহুরী ব্রিজ সংলগ্ন এলাকা দিঘিরপাড় হিলফুল ফুজুল ইসলামী যুব কাফেলার ২১তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল দিঘিরপাড় সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক, মাওলানা নুরুল হক ও মাওলানা আবুল কালাম।
বিশাল সীরাতুন্নবী (সঃ) মাহফিলে আলোচনা পেশ করেন দেশের সুপরিচিত ইসলামী চিন্তাবিদ ও আলোচক মাওলানা গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী, মাওলানা কফিল উদ্দিন এম.এ, মাওলানা আশরাফুল মোস্তফা, মাওলানা মারুফ বিন জাকারিয়া, মাওলানা নূর খাঁন উদ্দিন, মাওলানা ওসমান গণি, মাওলানা আশরাফ মোঃ মিজান ও মাওলানা বেলাল উদ্দিন।
দিঘিরপাড় হিলফুল ফুজুল ইসলামি যুব কাফেলার সভাপতি মো: জমির উদ্দিন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, অর্থ সম্পাদক মো: আলী আকবরসহ অন্যান্য সদস্যদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির। তিনি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে- ইসলামী সংস্কৃতির আলোকে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠায় শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে উপস্থিত যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
এদিকে একইদিন সকাল ৯টার দিকে দিঘিরপাড় হিলফুল ফুজুল ইসলামী যুব কাফেলার আয়োজনে দিঘিরপাড় তা'লিমুল কুরআন নূরানী ইবতেদায়ী মাদরাসার ২০২৪ সালের বার্ষিক অভিভাবক সমাবেশ, ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সুন্দর হস্তলিপি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
দিঘিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: আলী আকবর, সহ-সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক, অর্থ সম্পাদক বেলাল হোসেন ও মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আজিজুর রহমানসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্তসহ হস্তলিপি প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, মাদরাসার পবিত্র কুরআন হেফজ সম্পন্নকারী ১৭ হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি পরিধান করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: