নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের শিক্ষা ও সামাজিক সংগঠন আল আমিন সংঘের আয়োজনে মজুমদার ফাউন্ডেশনের সহযোগিতায় কক্সবাজারের চকরিয়ায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ১৫তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা ২০২৪।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বৃত্তি আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন মজুমদারের সহযোগিতায় অনুষ্ঠিত পরীক্ষায় চকরিয়া কেন্দ্রে সাড়ে ৮শতাধিক শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সকাল সাড়ে এগারোটায় প্রধান অতিথি হিসেবে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।
তিনি মেধাবৃত্তি পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের শিশুরা মেধাযাচাইয়ের মাধ্যমে দেশের আগামীর সুনাগরিক হিসেবে গড়ে উঠে যোগ্য নেতৃত্বে অগ্রণি ভূমিকা রাখবে। প্রধান অতিথি আরিফুল কবির বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষার আয়োজক, সংশ্লিষ্ট কর্মকর্তা, অভিভাবকসহ সকলের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এসময় কেন্দ্র সচিব চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মশিউর রহমান আরিফ, বৃত্তি আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন মজুমদার, বিশিষ্ট শিক্ষানুরাগি এস.এম আলী জিন্নাহ ও ব্যাংক কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ছাড়াও একইদিন অষ্টমবারের মতো কক্সবাজারের কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি কেন্দ্রে মহেশখালী ও টেকনাফসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০০হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেন।
0 comments: