আবদুচ ছালাম কাকলী, মহেশখালী :
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনুস খালী নাসির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সম্পদ প্রভাবশালী মহল বছরের পর বছর দখল করে রাখার অভিযোগ উঠেছে। ফলে ঐ জমি প্রভাবশালীদের কবল থেকে উদ্ধার করতে স্কুলের শিক্ষার্থীরা ধলঘাটায় গিয়ে বিরোধী পক্ষকে উচ্ছেদ করে দিয়েছেন।
অনেকে তা নিয়ে সমালোচনা করলে ও মুলত স্কুল কর্তৃপক্ষের এটাই ছাড়া আর কোন উপায় ছিল না। কারণ জমিদাররা স্কুলের নামে ঐ জায়গা দেয়ার পর স্কুল কর্তৃপক্ষ কয়েক বছর ভোগ করলে ও এলাকার প্রভাবশালী একটি সিন্ডিকেট বিভিন্ন কাগজপত্র সৃজন করে কয়েক বছর ধরে স্কুল কর্তৃপক্ষ কে দখল উচ্ছেদ করে দেয়।
এরপর থেকে ঐ সিন্ডিকেট উক্ত বিরোধীয় জমি ভোগ দখল করে আসছেন। কিন্তু স্কুলের সম্পত্তি হওয়ায় নিজের উদ্যোগে কমিটির সদস্যরা কেউ তা উদ্ধার করতে যায়নি। ফলে বছরের পর বছর প্রভাবশালী মহল তা ভোগ করার সুযোগ পেয়েছে।
এমনকি গত ১১ ডিসেম্বর ঐ স্কুলের শিক্ষক আর শিক্ষার্থীরা উক্ত বিরোধ পূর্ণ জায়গা দখল করতে গেলে প্রভাব শালী মহল গা ঢাকা দেয়। শিক্ষক আর শিক্ষার্থীরা সন্ধায় এলাকায় চলে গেলে প্রভাব শালী মহল পুনরায় ঐ জায়গা দখল নেয়। এই নিয়ে চলছে উত্তেজনা।
স্কুলের স্বার্থ বিবেচনা করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী উক্ত জমিনের কাগজপত্রাদি যাচাই বাছাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
0 comments: