চকরিয়া টাইমস:
চকরিয়ায় বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন উপলক্ষে সম্পূর্ণ আরবি ভাষায় এক সেমিনার চকরিয়া পৌরশহরের ধানসিঁড়ি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) চকরিয়া আদর্শ শিক্ষক কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাতারবাড়ী মজিদিয়া সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক মাওলানা এরশাদ উল্লাহ।
সংগঠনের সেক্রেটারি আমজাদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল লতিফের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ সংগঠনের উপদেষ্টা মাওলানা এনয়ামুল হক।
সেমিনারে আরবি ভাষার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মাস্টার রিদুয়ানুল ইসলাম, প্রভাষক মাওলানা মোরশেদ আলম, মাওলানা রুহুল আমিন আনসারী, মাওলানা কামাল উদ্দিন ও চকরিয়া গ্রামার স্কুলের হেড মাওলানা ইয়াসিন আকবর ইমরান।
এসময় চকরিয়া মিশকাতুল মিল্লাত দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আবুল কালাম, মাস্টার এহসানুল হক, মুহাম্মদ শরিফ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের সফলতা এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দীন।
0 comments: