নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার প্রবীণ রুকন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড তরছপাড়া নিবাসী নিবাসী আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক মাস্টার সাইফুল ইসলামের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদে মাগরিব চকরিয়া পৌরসভার তরছপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার।
বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া পৌরসভা আমীর মেয়র পদপ্রার্থী আরিফুল কবির, সাবেক উপজেলা আমীর মাওলানা ছাবের আহমদ, মরহুমের ভাতিজা এডভোকেট রেজাউল করিম রেজা ও মরহুমের একমাত্র সন্তান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা এ.বি.এম মহিউদ্দিন। এসময় জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, এবি পার্টি চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের সমন্বয়ক অধ্যাপক এবি ওয়াহেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিমসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য লোকজন ও সর্বস্তরের শোকাহত জনতা উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের লাশ স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এরআগে সকাল ৭টায় ঢাকার উত্তরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের ইমামতিতে মাস্টার সাইফুল ইসলামের প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সহজ সরল সজ্জন ব্যক্তি মানুষ গড়ার কারিগর জামায়াত নেতা মাস্টার সাইফুল ইসলাম (৭২) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর ভোররাতে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ সংসারজীবনে তিনি এক সন্তানের জনক। বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি সর্বজন পরিচিত একজন সচেতন পরিশ্রমী আদর্শ শিক্ষক হিসেবে সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন।
এদিকে চকরিয়ার আদর্শ শিক্ষক সাইফুল ইসলামের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিকসহ বিভিন্ন মহল। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: