নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার হাসপাতালপাড়াস্থ ইক্বরা নূরানী একাডেমির আয়োজনে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (৩০ নভেম্বর) মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব বশির আহমদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা সাবেক মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান।
এতে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মোঃ তৈয়ব, দৈনিক বাংলাদেশের আলো’র চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ ও দৈনিক সংগ্রামের চকরিয়া উপজেলা সংবাদদাতা শাহজালাল শাহেদ।
এসময় মাদরাসা পরিচালনা পর্ষদের পরিচালক মুহাম্মদ জিয়া উদ্দিন জিয়া, মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম রিফাত, সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল সায়েম, মাওলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস, মাওলানা মুহাম্মদ এনামুল হক, মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম দিদার, মাওলানা মুহাম্মদ শওকত উল্লাহ, মাওলানা এইচ.এম নূরে হাবিব তসলিম, পরিচালক মোঃ সাইফুল, মাওলানা হাফেজ শাহাদাত হোসেন, তৌহিদুল ইসলাম শুক্কুর, মোঃ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে মাদরাসার সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: