চকরিয়া টাইমস:
শনিবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে বারোটায় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনার আয়োজন করে চকরিয়া উপজেলা স্কাউট প্রশাসন।
চকরিয়া উম্মাহাতুল মো'মেনীন মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল হোসাইন আনসারীর সভাপতিত্বে সংবর্ধিত বিদায়ী অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
নবনির্বাচিত চকরিয়া উপজেলা স্কাউট সম্পাদক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা কমিশনার সেলিনা আক্তার, সাবেক সম্পাদক আনসারুল করিম, সাবেক সম্পাদক নুরুল হুদা, সাবেক উপজেলা সহকারী কমিশনার তসলিম উদ্দিন, সাবেক কাব লিডার নাছির উদ্দিন প্রমুখ।
পরে বিদায়ী ইউএনও মো. ফখরুল ইসলামের সার্বিক সফলতা, সমৃদ্ধি, শারীরিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন কাকারা তাজুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও মো. ফখরুল ইসলাম নবনির্বাচিত উপজেলা স্কাউট কর্মকর্তা ও সাবেক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে চকরিয়া উপজেলা স্কাউটের নতুন কার্যালয় পরিদর্শন করেন। তিনি যাওয়ার আগেই চকরিয়া উপজেলা স্কাউট কার্যালয়ের আসবাবপত্রসহ দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন।
0 comments: