নিজস্ব প্রতিবেদক:
বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুর রহমান ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভিটেবাড়ি সরেজমিন পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারের দুটি করে শীত নিবারণী কম্বল ও প্রাথমিক খাবারের প্যাকেট তুলে দেন। তাছাড়া উপজেলা প্রশাসনের তরফ থেকে ঢেউটিন প্রদান করা হবে বলেও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আশ্বাস দেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ এনামুল হক।
তিনি উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমানকে সঙ্গে নিয়ে তরুণ বিএনপি নেতা মঈনুর রশিদ শামীমের ব্যক্তিগত সহযোগিতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।
এতে প্রতি পরিবারে নগদ ১০ হাজার টাকা করে চার পরিবারের মাঝে ৪০ হাজার টাকা তুলে দেয়া হয়।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শোয়াইবুল ইসলাম এম.এ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নেসার উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, শ্রমিক নেতা আলাউদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইবরাহিম , সিনিয়র সহ-সভাপতি আব্দুল গণি ও ওয়ার্ড ছাত্রদল নেতা শহিদুর রহমান ফরহাদ প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের ঐতিহ্যবাহী আবদুর রহমান মেম্বারের যৌথপরিবারের বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় এবি পার্টির নেতা আনিসুর রহমানসহ পাশাপাশি লাগোয়া চারটি পরিবারের বসতবাড়িসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
0 comments: