শফিউল করিম সবুজ, চকরিয়া:
বার্ষিক এই বর্ণাঢ্য বৃহৎ কর্মসূচিকে মানবকল্যাণে বিলিয়ে দিতে পেরে নিজেদের আনন্দিত মনে করছেন আয়োজকরা।
রবিবার (২৭অক্টোবর) বিকাল ৩টায় চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম. ওমর আলী।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক।
প্রধান বক্তার আলোচনা পেশ করেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক অধ্যক্ষ এস এম মনজুর, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সাবু ও লক্ষ্যচ্যর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক।
এসময় চকরিয়া উপজেলা যুবদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসা সেবায় ছিলেন ডাঃ নুর মোহাম্মদ, ডাঃ শামীমা সুলতানা, ডাঃ রুবেল শাহাদাত চৌধুরী, ডাঃ সাদ্দাম হোসেনসহ নার্স সেবিকা অসংখ্য স্বাস্থ্য কর্মকর্তা।
এব্যাপারে চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম. ওমর আলী জানান, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমরা এইবার মানবকল্যাণে ভিন্নধরণের উদ্যোগ নিয়েছি; যেখানে ছিল ফ্রি মেডিক্যাল ক্যাম্প, যথাযত ঔষধের ব্যবস্থা। এইদিন সহস্রাধিক সাধারণ মানুষের মাঝে আমরা চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করেছি।
তিনি আরো বলেন স্বাধীনতার স্থপতি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবকদের যুবশক্তিতে রুপান্তরিত করার উদ্দেশ্যে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় ২৭ শে অক্টোবর চকরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বিশাল এই কর্মসূচিকে কেন্দ্র ঘোষিত অনুযায়ী আমরা মানব কল্যাণে বিনামূল্যে ঔষুধসহ অভিজ্ঞ ডাক্তার দ্বারা সহস্রাধিক অসহায়, গরীব অবহেলিত সাধারণ মানুষকে চিকিৎসা প্রদান করেছি। জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এমন ব্যতিক্রমী মহৎ উদ্যোগকে আশা করছি জনগন ইতিবাচক হিসেবে বিবেচনা করবে।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নুর মোহাম্মদ জানান, আজকের এই চিকিৎসা কর্মসূচিতে আমরা চারজন অভিজ্ঞ ডাক্তারসহ নার্স সেবিকা মিলে রোগীদের নির্ধারিত রোগ পরিক্ষা নিরিক্ষা করে সীমিত সময়ের মধ্যে সেবা প্রধানের যথাসাধ্য চেষ্টা করেছি।
0 comments: