নিজস্ব প্রতিবেদক:
৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪এর দাবা খেলায় কক্সবাজার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী সৌরভ বড়ুয়া।
সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত খেলায় কক্সবাজার সদর উপজেলাকে হারিয়ে চকরিয়া উপজেলা টিম কোরক বিদ্যাপীঠ এ সাফল্য অর্জন করে।
সৌরভ বড়ুয়া চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির শিক্ষার্থী। তার সার্বিক তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আনছারুল করিম।
কৃতি খেলোয়াড় সৌরভ বড়ুয়া চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর ঘুনিয়া গ্রামের ধনরঞ্জন বড়ুয়া ও রিটু বড়ুয়া দম্পত্তির ছেলে।
এদিকে দাবাতে জেলা চ্যাম্পিয়ন হওয়ায় কৃতি খেলোয়াড় সৌরভ বড়ুয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের। তিনি বিভাগীয় পর্যায়েও তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
0 comments: