“নৃশংস ঘটনার খুনীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে” : এডভোকেট ফরিদ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক : ঢাকার পল্টনে ২৮ অক্টোবর আওয়ামী লগি বৈঠার তা-বে নির্মমভাবে শাহাদাত বরণকারীদের স্মরণে চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (২৬অক্টোবর) পৌরশহরের চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াত মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মো. ফরিদ উদ্দিন ফারুকী।
তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেইটে লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের ছয়জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তিনি নৃশংস ঘটনার বিচার ও খুনীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মো. ফরিদুল আলম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন, ৯নং ওয়ার্ড ইমারতের আমীর সৈয়দ মুহাম্মদ রাসেল, ৮নং ওয়ার্ড ইমারতের আমীর সৈয়দ আলম, পেশাজীবি ইউনিটের সভাপতি আরিফুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি নুরুল হোসাইন, ৯নং ওয়ার্ড সেক্রেটারী এহেছানুল হক প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্ডেন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 comments: